শিরোনাম

South east bank ad

বন্যহাতি হত্যার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরে মানববন্ধন

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :

সারাদেশে গত সাতদিনে ৫টি বন্যহাতি নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নেত্রকোনা দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১২ ঘটিকায় প্রেসক্লাব মোড়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেল্স অফ সুসং আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে দল-মত নির্বিশেষে উপস্থিত হন অনেকেই।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেল্স অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সদস্য রাজেশ গৌড়, হোসাইন আহমেদ হাসান,মোহতাসিম আলম মারুফ, বিন্দু সাহা প্রমুখ। একই দিন সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে বন্যহাতি হত্যার প্রতিবাদ জানান শতাধিক শিক্ষার্থী। কলেজের শেষ দিনে হাতে ব্যানার নিয়ে মাঠে দাঁড়ায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী।

তারা বলেন, গত সাতদিনে দেশের শেরপুর, চট্টগ্রাম,কক্সবাজারে নির্মমভাবে পাঁচটি বন্য প্রাণী হত্যা করা হয়েছে। এই হত্যার দায় কোনভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। বন্যপ্রাণী সর্বদাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি বন্যপ্রাণীদের টার্গেট করে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিদ্যুতের ফাঁদ পেতে প্রাণীগুলো হত্যা করা হয়েছে। তারপর মানুষের থেকে লুকিয়ে রাখার জন্য মাটির চাপার ঘটনাও ঘটছে। আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হাতি হত্যা সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থর জোর দাবি জানাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: