শিরোনাম

South east bank ad

ঝিনাইগাতীতে জিংক ধান ব্রি ৭২ প্রদর্শনীর মাঠ দিবস

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আয়োজনে জিংক ধান ব্রি ধান৭২ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা , বিশেষ অতিথি কৃবিবিদ ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আমিন ও মঞ্জুরুল ইসলাম, সুপারভাইজার তুহিন ইসলাম ও সবুজ রানা। মাঠ দিবসে বক্তারা বলেন, জিংক চালের ভাত খেলে ছেলে মেয়েরা খাটো হয় না, মেধা বিকাশ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, গর্ভবতী মা ও কিশোর-কিশোরীদের শারিরিক দুর্বলতা হয় না। মাঠ দিবসে এলাকার ১৮০ জন কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন। মোঃ ফরিদ মিয়ার প্রদর্শনীতে নমুনা ফসল কর্তন করে হেক্টর প্রতি ৬.১১ টন ফলন পাওয়া যায়।

উপস্থিত সকলে উক্ত ফলনে খুশি হন এবং আগামী বোরো মৌসুমে জিংক ধান ব্রি ধান৭৪ ও ব্রি ধান৮৪ চাষাবাদ করবেন বলে জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: