শিরোনাম

South east bank ad

বরগুনায় তিন লাখ টাকায় শাপলাপাতা মাছ বিক্রি

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার তালতলী উপজেলায় মাছের বাজারে ৬ শ'কেজির (১৫ মন) বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে মাছটি বিক্রি করার জন্য মাইকিং করা হয়। পরে মাছটি ৫শ' টাকা কেজি দরে ভাগে বিক্রি করেন ব্যবসায়ী খলিলুর রহমান।

শনিবার ১১ নভেম্বর সকালে কুয়াকাটার মহিপুর খান ফিস মৎস্য আড়ৎ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় মাছটি বিক্রির জন্য তালতলীতে নিয়ে আসেন খলিল নামের এক মৎস্য আড়ৎদার। শাপলাপাতা মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী খলিলুর বলেন- আমাদের তালতলীতে শাপলাপাতা মাছের চাহিদা রয়েছে। তাই অন্য উপজেলা থেকে এই বিশালাকৃতির ৬ শ' কেজির মাছটি ১ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করে নিয়ে আসি। মাইকিং করে ৫ শ' টাকা কেজি দরে মাছটি পিছ করে বিক্রি করেছি। এতে মাছটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়।

তিনি আরও বলেন- মাছটি নিয়ে আসতে পরিবহনে অনেক টাকা খরচ হয়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: