শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়া উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুস সাত্তার, (ফুলবাড়িয়া) :

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ ও গনণার শেষের দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নিউগী কুশমাইল ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে। একটি ইউনিয়ন বাদে ১২টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ- ৪টি, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ৪টি ও স্বতন্ত্র (বিএনপি) ৪ টিতে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নাওগাঁও ইউনিয়নে মোজাম্মেল হোসেন মোজা (আনারস) ৫৬৬৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক (নৌকা) ৫৫৩৯ ভোট।

পুটিজানা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) সাইদুর রহমান রয়েল (আনারস) ৬৮০৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের ময়েজ উদ্দিন তরফদার (নৌকা) ৬৪৩২ ভোট।

বালিয়ান ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ (আনারস) ৯৩৮৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র শামীমা খাতুন (চশমা) ৭০৯৯ ভোট।

দেওখোলা ইউনিয়নে আওয়ামী লীগের তাজুল ইসলাম বাবলু (নৌকা) ৫৬৮৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র জয়নাল আবেদীন (চশমা) ৩৮০৩ ভোট।

ফুলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র জয়নাল আবেদীন বাদল (চশমা) ৮০৮৬, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মো. রুহুল আমিন (নৌকা) ৫০৮১ ভোট।

বাকতা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মুহাম্মদ ফজলুল হক মাখন (মোটর সাইকেল) ৬৮৮৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র জাহাঙ্গীর আলম (আনারস) ৫০০৫ ভোট।

রাঙ্গামাটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) রফিকুল ইসলাম চৌধুরী (মুক্তা চৌধুরী) চশমা ৫৭০০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র শাহজাহান সিরাজ সাজু (মোটর সাইকেল) ৩৭০৮ ভোট।

এনায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) বুলবুল হোসেন ১৪,০১২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (বিএনপি) কবির হোসেন তালুকদার (ঘোড়া) ১৬০৪ ভোট।

কালাদহ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নজরুল ইসলাম মাস্টার (আনারস) ৫৬২৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের ইমান আলী মাস্টার (নৌকা) ৩৯৭৪ ভোট।

রাধাকানাই ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া শিমুল তরফদার (নৌকা) ১৩,১৬৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র সারোয়ার আলম (আনারস) ৯৪৪৫ ভোট।

আছিম পাটুলী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ইমরুল কায়েস (চশমা) ১০,৬২৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের এসএম সাইফুজ্জামান (নৌকা) ৪১৩৬ ভোট।

ভবানীপুর ইউনিয়নে আওয়ামী লীগের জবান আলী সরকার (নৌকা) ৪৪৫০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র ডা: কামরুজ্জামান (আনারস) ৪১৬৩ ভোট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: