শিরোনাম

South east bank ad

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় জয়নাল আবেদিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মোড়ের ফারুকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়াল গ্রামের মোহর আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, জয়নাল আবেদিন মোটরসাইকেলে নাটোর থেকে সিরাজগঞ্জ ফিরছিলেন। পথে মষিভাঙ্গা মোড়ে একটি ভটভটিকে সাইড দিতে ব্রেক করলে অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক ট্রাক আটকের চেষ্টা চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: