রাজশাহী বোর্ডে এবার ২ লক্ষাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
আগামীকাল রবিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থী ২৬৮ কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এবারের পরীক্ষায় শুধুমাত্র ৩টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছাতে হবে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট ২লাখ ৭হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৯শ এবং ছাত্রী ৯৮ হাজার ৫৬২ জন।
জেলাওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, বগুড়ায় ৩৫ হাজার ১৩৭ জন, রাজশাহীতে ৩৩ হাজার ৩১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৬ হাজার ৬৮ জন, নাটোরে ১৮ হাজার ২৩৫ জন, নওগাঁয় ২৫ হাজার ৯২৬ জন, পাবনায় ৩০ হাজার ৪৮৫ জন, সিরাজগঞ্জে ৩৮ হাজার ৭৫৮ জন ও জয়পুরহাট জেলায় ৯ হাজার ৬৪২ জন।
এবার বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত/জীববিজ্ঞান। ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স/ব্যাংকিং। মানবিক শাখার পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা/অর্থনীতি বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ৮টি রচনামূলক প্রশ্ন থাকবে। উত্তর করতে হবে ২টি। নৈব্যত্তিক ২৫টি প্রশ্ন থাকবে উত্তর করতে হবে ১২টি। ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের ১১টি রচনামূলক প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে ৩টি এবং ৩০টি নৈব্যত্তিক প্রশ্নের মধ্যে ১৫টি।
মানবিক শাখার পরীক্ষার্থীদের ১১টি রচনামূলক প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে ৩টি এবং ৩০টি নৈব্যত্তিক প্রশ্নের মধ্যে ১৫টি। পরীক্ষার্থীরা যেকোন বিভাগ থেকে উল্লেখিত সংখ্যক প্রশ্নের উত্তর করতে হবে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক জানান, পরীক্ষার্থীরা ১২টি নৈব্যত্তিক প্রশ্নের জন্য সময় পাবে ১৫ মিনিট এবং ৩টি রচনামূলক প্রশ্নের উত্তর করতে সময় পাবে ১ ঘন্টা ১৫ মিনিট। মোট দেড় ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষের আসনে বসতে হবে। এ সময়ের মধ্যে তাদের ওএমআর শিট এবং উত্তরপত্র প্রদান করা হবে।