শিরোনাম

South east bank ad

গফরগাঁওয়ে ক্যাবল ব্যবসায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ক্যাবল ব্যবসায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসান ওরফে শান্ত (৩৩) উপজেলার মাহির খারুয়া গ্রামের আলিমুদ্দিনের(৬৫) এর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয়ভাবে কেবল নেটওয়ার্ক (ডিশ) ও নেট ব্যবসায়ী হিসেবে ব্যবসা করে আসছিলেন।ইমরান কায়সার এই ব্যবসায় ভাগ বসাতে স্থানীয় আরেক ক্যাবল ব্যবসায়ী বুলবুল কে সাথে নিয়ে উঠেপড়ে লেগেছিলেন বেশ কিছু দিন ধরে বলে এলাকাবাসী সূত্রে জানাযায়। গত দুই মাস আগে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে বুলবুল ও শান্তর মধ্যে সংঘর্ষ হওয়ার ঘটনায় থানায় একটি মামলা চলমান রয়েছে।বুলবুলের মূল পরিচালনাকারী ছিলেন ইমরান কায়সার।আর কায়সার কে পিছন থেকে পরিচালনা করতেন আওয়ামী যুবলীগের প্রভাবশালী কিছু নেতা বলে এলাকার রাজনৈতিক কর্মীদের দাবি।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে মাহির খারুয়া বাজারে জাহিদ হাসানের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় জাতীয় পার্টির নেতা সোহানের রহমান সোহানের ছোট ভাই ও শামছুল হকের ছেলে ইমরান কায়সার। একসময় কথাবার্তার একপর্যায়ে কায়সার উত্তেজিত হয়ে পূর্বে প্রস্তুতি নেয়া জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান বলে এলাকাবাসী জানান।

পরে জাহিদকে স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরে এমন হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত ইমরান কায়সারকে আটক করার চেষ্টা চলছে।

তবে ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: