দুর্গাপুর উপজেলার ইউপি নির্বাচনে শেষ হলো প্রার্থীদের প্রতীক বরাদ্ধ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে শুক্রবার শেষহলো প্রতীক বরাদ্ধ। তন্মধ্যে চেয়ারম্যান পদে ২১জন,সংরক্ষিত মহিলা মেম্বার ৭৪ জন ও সাধারণ মেম্বার পদে ২২৯ জন প্রার্থী বৈধতাসহ প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
১২ নভেম্বর শুক্রবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রতীক প্রদান ও গ্রহন কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন, রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান ও মো. গোলাম মোস্তফা ৭টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতিক ঘোষনা করেন। ১নং কুল্লাগড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শুব্রত সাংমা(নৌকা), স্বতন্ত্রপ্রার্থী আব্দুল আওয়াল (আনারস), ২নং দুর্গাপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহীনুর আলম সাজু (নৌকা), স্বতন্ত্রী প্রার্থী সাদেকুল ইসলাম (আনারস), ৩নং চন্ডিগড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল(নৌকা), স্বতন্ত্রীপ্রার্থী এমদাদুল হক আলম সরকার (আনারস), ৪নং বিশিরিরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান ফকির(ঘোড়া),নিবাস সরকার(মোটরসাইকেল), ৫নং বাকলজোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী ইয়াকুব আলী তালুকদার (আনারস), হাবিবুর রহমান (মটরসাইকেল), ৬নং কাকৈরগড়া ইউনিয়নে শিব্বির আহমেদ বাচ্চু (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী গোলাম রাব্বি ভুইয়া (ঘোড়া), হামিদ বেগ (আনারস), মো. ফজলুল কাদের (মোটরসাইকেল), ৭নং গাওকান্দিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব (ঘোড়া), মো. শাজাহান (আনারস)প্রতিক পেয়েছেন এ নিয়ে ৭ ইউনিয়নে ২১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৭৪ জন ও সাধারণ মেম্বার পদে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
উল্লেখ্য: বিরিশিরি ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দিতায় নারায়ন সরকার নির্বাচিত হয়েছেন।