রাজশাহীতে যুবকের মরদেহ উদ্ধার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর গোদাগাড়ীতে অহেদুল ইসলাম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের খয়রা হাজরা পুকুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অহেদুল একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার সকালে গ্রামটির প্রায় ২শ’ গজ দূরে একটি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলেই আত্মহত্যা করে যুবক। কারণ গাছের সাথে একটি দড়ি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং যুবকের গলাতেও সেই দড়ির অংশ এবং দাগ পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে আম গাছে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয় যুবকের পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পাুলিশের এই কর্মকর্তা।