ধোবাউড়ার ৫ ইউপিতে নৌকার পরাজয়, ১ কেন্দ্র স্থগিত
মোঃ ফয়সাল আহম্মদ, (ধোবাউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ টি ইউপিতে নৌকা প্রতীকের পরাজয়, ১ টি স্থগিতের ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও ১ টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- সদর ইউনিয়নে নজরুল ইসলাম মুকুল (নৌকা), পোড়াকান্দলিয়া ইউনিয়নে মঞ্জুরুল হক (স্বতন্ত্র বিএনপি), গামারিতলা ইউনিয়নে আনোয়ার হোসেন খান (বিদ্রোহী), দক্ষিনমাইজপাড়া ইউনিয়নে হুমায়ুন সরকার (বিদ্রোহী), গোয়াতলা ইউনিয়নে জাকিরুল ইসলাম তালুকদার (সতন্ত্র বিএনপি), ঘোষগাঁও ইউনিয়নে হারুনুর রশিদ (বিদ্রোহী)।
এছাড়া উপজেলার বাঘবের ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের শেষ পর্যায়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের কারনে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।