শিরোনাম

South east bank ad

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে চলবে মিতালী এক্সপ্রেস: রেলমন্ত্রী

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ ও ভারতের রেল বিভাগ প্রস্তুত আছে। বর্তমানে দুই দেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ। শতভাগ ভিসা দেওয়ার কাজ শুরু হলে দ্রুত চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ দিয়ে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে।

বৃহষ্পতিবার রাতে নীলফামারীর ডোমারে রেলস্টেশনের আধুনিকায়ন কাজের উদ্ধোধন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতুর কাজ সম্পন্ন হলে ট্রেন আর ক্রসিং করতে হবে না। দুই দিক দিয়েই ট্রেন চলাচল করবে। সব মিটারগেজ লাইন ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে রেল বিভাগকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সেই মরা রেল বিভাগকে আবারো সতেজ করেছে। দেশের সব রেলস্টেশন আধুনিকায়ন করার কাজ শুর হয়েছে। অচিরেই রেল বিভাগ হবে চলাচলের সবচেয়ে বড় মাধ্যম।

এ সময়রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর, ডোমার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ, ডোমারের ইউএনও শাহিনা শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: