ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে ৬টিতে নৌকা ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মোট ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে ৬টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
রানীশংকৈল উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা মার্কার প্রার্থী ও একটিতে সতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। এর মধ্যে ৪নং লেহেম্বা ইউনিয়নে মোঃ আবুল কালাম, ১নং-ধর্মগড় ইউনিয়নে মোঃ আবুল কাশেম, ৬নং-কাশিপুর ইউনিয়নে মোঃ আতিকুর রহমান বকুল, ৭নং-রাতোর ইউনিয়নে শরৎচন্দ্র রায় নৌকা প্রতীকে ও ২নং নেকমরদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (মাস্টার) মোটর সাইকেল প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা মার্কার প্রার্থী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এদের মধ্যে ১নং গেদুড়া ইউনিয়নে মোঃ তরিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতীকে, ২ নং আমগাঁও ইউনিয়নে মোঃ পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়নে মোঃ আবু তাহের নৌকা প্রতীকে নির্বাচিত হন। এছাড়াও ৪ং ডাঙ্গীপাড়া ইউনিয়নে মোঃ আহসান হাবীব স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক, ৫ নং হরিপুর ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক, ও ৬ নং ভাতুড়িয়া ইউনিয়নে মোঃ শাহাজান সরকার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য- ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার দুই উপজেলার ১১টি ইউনয়নে ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম।