বেসরকারি স্কুলে ভর্তির লটারিও কেন্দ্রীয়ভাবে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
স্কুলগুলোতে ২০২২ সালে স্কুলে ভর্তির লক্ষ্যে অনলাইনে ফরম বিক্রি শুরু হবে আগামী ২৫ নভেম্বর। গত বছর শুধু সরকারি স্কুলের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে লটারি করা হলেও এবার সরকারি-বেসরকারি সব স্কুলকে কেন্দ্রীয় লটারির আওতায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে। পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হবে। শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি কমাতে এ পরিকল্পনা করা হয়েছে।
মাউশির বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে ফরম বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর হবে। সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমান তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি স্কুলের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে।