শেরপুরে প্রকাশ্যে নৌকায় সিল, শিবগঞ্জে ককটেল বিষ্ফোরণ ও গুলিবর্ষণ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শেরপুর ও শিবগঞ্জ উপজেলায় ছোট-খাটো কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শেরপুরে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রার্থীর এজেন্টরা ভোটারদের সঙ্গে বুথে প্রবেশ করে নৌকায় সিল নিশ্চিত করছেন। এমন অভিযোগ করছেন অন্যান্য প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুর ধড় মোকাম উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে কথা বলেন চেয়ারম্যান প্রার্থী সিদ্দিক ভূঁইয়া। তিনি বলেন, ওই কেন্দ্রে নৌকা মার্কার পক্ষের লোকজন বুথে প্রবেশ করে প্রকাশ্যে সিল মারছে। প্রতিবাদ করলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ওই কেন্দ্রের পাশেই আওয়ামী লীগ প্রার্থী আবু তালেব আকন্দের বাড়ি। ফলে নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে কেন্দ্রের মাঠে মহরা দিচ্ছে। নৌকার এজেন্টরা ভোটারদের সঙ্গে গোপন কক্ষে প্রবেশ করে সীল মেরে দিচ্ছেন।
এছাড়াও অনেক বুথে নৌকা প্রার্থীর একাধিক এজেন্টকে বসে থাকতে দেখা গেছে। তাদের গলায় নৌকার কার্ড থাকলেও বেশির ভাগের গলায় এজেন্টের কার্ড দেখা যায়নি। এমন অভিযোগের প্রেক্ষিতে শেরপুর ধড় মোকাম উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সালেহ আল রেজা বলেন, এমন কোন ঘটনা এখানে ঘটেনি। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।
তবে ওই কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। ৩ নম্বর বুথে গিয়ে দেখা যায়, নৌকার এজেন্ট ফজিলা বেগম প্রকাশ্যে নৌকায় সিল দেয়ার জন্য ভোটারদের সঙ্গে গোপন কক্ষে প্রবেশ করছেন। ওই কেন্দ্রের ৫নং বুথে স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের এজেন্টকে সকালেই কক্ষ থেকে বের করে দিয়েছে। এছাড়াও শিক্ষাপল্লী আদর্শ কেজি স্কুল, দুবলাগাড়ি হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে নৌকা মার্কার নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
এদিকে বেলা ১২টার দিকে বগুড়া শেরপুরের খানপুর ইউনিয়নের খাকা দোলন এসি দাখিল মাদ্রাসা বিশৃঙ্খলা সৃষ্টি কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। নৌকার প্রার্থী পরিমল দত্তের কিছু কর্মী সর্মথকরা স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রানজু (আনারস প্রতীক)ও আর এক স্বতন্ত্র প্রার্থী পিয়ার উদ্দিন (ঘোড়া প্রতীক) এর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেয়। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে স্বতন্ত্র প্রাথীর দুজন সমর্থক কর্মী আহত হয়।
শেরপুরের নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, পরিস্থিতি বিশৃঙ্খলার কারণে আপাতত ভোট গ্রহণ বন্ধ ছিল। সবকিছু স্বাভাবিক হলে আবার ভোট গ্রহণ করা হয়।
এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাতেও সকাল থেকে ভোট গ্রহণ চলছে। সেখানেও কয়েকটি কেন্দ্রে নৌকায় সিল মেরে নেয়ার অভিযোগ উঠেছে।
দেউলী ইউপির লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্টরা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান নামের এক ভোটার।
শিবগঞ্জের আটমুল কেন্দ্রের বাইরে হট্টগোল করে পুলিশের ওপর ইটপাকেল নিক্ষেপ করলে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বিকেল চারটায় বিহার ইউনিয়নের বিহার ভোটকেন্দ্রের বাইরে দুটি ককটেল বিষ্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।