১৭ লাখ টাকার নকল প্রসাধনীসহ গ্রেপ্তার-২
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে ১৭ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের দেশি-বিদেশি নামি-দামী কোম্পানির মোড়ক যুক্ত নকল প্রসাধণী, নকল প্রসাধণী তৈরীর বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। এসময় নকর প্রসাধনীর ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হযেছে। জেলার পবা উপজেলার পারিলা এলাকা থেকে এসব জব্দ করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার কালুপাড়া দক্ষিণপাড়ার মৃত গাজীউর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও দিঘীর পারিলার মৃত আব্দুস সফি তালুকদারের ছেলে মেজবাহ উদ্দিন (৪০)।
সংবাদ সম্মেলনে নগর পুলিশ কমিশনার বলেন, গত মঙ্গলবার (৯ নভেম্বর) পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে পবার দিঘীর পারিলায় বিভিন্ন প্রকার প্রতিষ্ঠিত দেশি-বিদেশি কোম্পানির মোড়ক যুক্ত নকল প্রসাধণী, নকল প্রসাধণী তৈরির কাঁচামাল মজুদ করে রাজশাহী মহানগর এবং মহানগরীর বাহিরে বিভিন্ন বিউটি পার্লার, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্স’র দোকানে সরবরাহ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসময় বিভিন্ন প্রকার প্রতিষ্ঠিত দেশি-বিদেশি কোম্পানির মোড়ক যুক্ত নকল প্রসাধণী মজুদ ও তৈরিকারক সাইফুল ইসলাম ও মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, এই সকল নকল প্রসাধণী ব্যবহারের ফলে ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকার চর্মরোগ এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে। তাই এই কোম্পানির নকল প্রসাধনীগুলো আর অন্য কোথায় কিংবা যেখানে যেখানে সরবরাহ করা হয়েছে সেগুলো উদ্ধারে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।