নাটোরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের সিংড়ায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে চলনবিলের তিশিখালী মাজারের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিশিখালী মাজারের পাশের একটি খালে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে।
সিনিয়র এএসপি জামিল আকতার জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।