ঢাকার নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের যোগদান
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, প্রশাসন ক্যাডারের অত্যন্ত চৌকস ও সুদক্ষ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে ৭ নভেম্বর যোগদান করেছেন। তিনি গত তিনদিন অত্যন্ত কর্মব্যস্ততায় কর্মদিবস অতিবাহিত করেন। ঢাকার সদ্য সাবেক কমিশনার মোঃ খলিলুর রহমান সচিব পদে পদোন্নতি পাওয়ায় তার স্থলাভিসিক্ত হলেন।
মোঃ খলিলুর রহমান এর আগে সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দুই বিভাগে বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকারী ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের অন্যতম সৌভাগ্যবান মোঃ খলিলুর রহমান পেশাগত জীবনে সৎ, মেধাবী দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
দেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ও নাটোরের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সততা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন মোঃ খলিলুর রহমান। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের কালিগঞ্জ এবং নওগাঁর বদলগাছি সহ বিভিন্ন স্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি গাইবান্ধা জেলা সদরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।কৃষি বিভাগের উচ্চ পদের সরকারি কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবী মরহুম মোঃ
আব্দুল বারী ও রত্নগর্ভা ডি. এ খানমের সুযোগ্য পূত্র মোঃ খলিলুর রহমানের স্ত্রীর নাম মিস শায়লা পারভীন। তাদের এক কণ্যা সন্তান রয়েছে।
তিনি এসএসসি, এইচএসসি, বিএসসি সন্মাণ এবং উদ্যান বিদ্যাসহ সকল পরীক্ষায় প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এ ছাড়া ডিপ্লোমা ইন প্রজেক্ট প্ল্যানিং, ডেভেলপমেন্ট মেনেজমেন্টও কৃতিত্বের সম্পন্ন করেন।
কর্মজীবণে দেশ ছাড়াও জাপান, ভিয়েতনাম, জার্মানী, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালী, মর্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ নানা প্রশিক্ষণ গ্রহন করেন মোঃ খলিলুর রহমান।