শিরোনাম

South east bank ad

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সোমবার (০৮/১১/২০২১খ্রিঃ) রাত অনুমান ০৮.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব অলক কান্তি দত্ত এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আতিকুর রহমান, এএসআই(নিঃ)/ আশরাফ আলী, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স, কনস্টেবল/১৭০৬ কামাল হোসেন, কনস্টেবল/১৯৮৫ আঃ হেলিম-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন কারপাসটুলা জনৈক চন্দন বাবুর ফার্মেসী ও পান্না ডিজিটাল স্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা- মৃত কালা মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- গোয়াবাড়ী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট নামীয় ০১ (এক) মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: