শিরোনাম

South east bank ad

রংপুর মেডিকেলে স্বেচ্ছাসেবকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবীদের হয়রানি, মিথ্যা অপবাদ দেওয়া,অদক্ষ টেকনিশিয়ান দ্বারা রক্ত পরীক্ষাসহ নানা ভাবে অপদস্ত করার প্রতিবাদে এবং এসবের স্থায়ী সমাধানের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে রংপুর বিভাগের স্বেচ্ছাসেবকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রা নিয়ে মেডিকেল কলেজের ফটকের ভিতরে এসে বিকেল পর্যন্ত বিক্ষোভ করে স্বেচ্ছাসেবকরা। এসময় সিভিল সার্জন ও পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।

আন্দোলনরতের মধ্যে শফিউল আজম নামে এক স্বেচ্ছাসেবক অভিযোগ করে বলেন, গত ৬ নভেম্বর রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে রক্ত দানের পর স্ক্রিনিং টেস্ট করে রক্তের মধ্যে ভাইরাস শনাক্ত করেন হাসপাতালের সঞ্চালন ল্যাবের টেকনিশিয়ান। পরে তাৎক্ষণিক স্বেচ্ছাসেবক এর দেয়া রক্তটি নষ্ট করে ফেলা হয় । এঘটনার পর একই স্বেচ্ছাসেবক অন্য ল্যাবে তার রক্ত পরীক্ষা করে দেখেন তার রক্তে কোনো ভাইরাস নেই।

সোহানুর রহমান নামে আরেক স্বেচ্ছাসেবক বলেন, বিভিন্ন সময় আমরা স্বেচ্ছাসেবকরা রংপুর মেডিকেলে রক্ত ডোনেট করতে এসে বিভিন্ন ভাবে অপদস্ত হই।এর প্রতিবাদে আমরা সকল স্বেচ্ছাসেবক আজ আন্দোলনে নেমেছি।

পরে বিকেল ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল ইসলাম তাদের অভিযোগ গুলো আগামী ৭ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিলে তাদের কর্মসূচী তুলে নেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: