বগুড়ায় ইউপি নির্বাচনে বিদ্রোহী হওয়ায় ১৪ নেতাকে অব্যাহতি দিল আ. লীগ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ এবং শেরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৪ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে শিবগঞ্জে ৯জন এবং শেরপুরে ৫জন রয়েছে।
সোমবার রাত আটটায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অব্যাহতি প্রাপ্তনেতা হলেন, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন, ময়দানহাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল, পীরব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মন্ডল, আওয়ামী লীগ সমর্থক আসিফ মাহমুদ মিলটন, দেউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা, বিহার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতিন।
শেরপুর উপজেলার অব্যাহতি প্রাপ্তরা হলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রঞ্জু, ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী এসএম রাফিউল ইসলাম লাবু, আওয়ামী লীগ সমর্থক সাধন চন্দ্র ও ইউনিয়ন আ. লীগের সাবেক নেতা বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশক্রমে তাদের অব্যাহতি দেয়া এবং দলীয় শৃঙ্খলা অমান্য করায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা অমান্য করায়, তালিকায় উল্লেখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশসহ অনুরোধ করা হয়।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ জানান, অব্যহতি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে যারা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সবাইকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জে ১১টি এবং শেরপুরের নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে যাচ্ছে।