বরগুনায় প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
এম.এস রিয়াদ, (বরগুনা) :
কেক কাটার মধ্য দিয়ে বরগুনায় প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধু সভার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
প্রথম আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য করেন- বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ তারেক, প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, মাই টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, এশিয়ান টিভির বরগুনা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- প্রথম আলো বন্ধু সভার সভাপতি সুজন রায়।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে দুইজন কীর্তিমান ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরমধ্যে ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় ক্রীড়াবিদ বজলুর রহমান ও তরুণ উদ্যোক্তা হিসেবে রাকিবুল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মতিউর রহমান তার বক্তব্যে শীর্ষ মিডিয়া প্রথম আলোর কলাকুশলী ও কাজের ধারাবাহিকতাকে প্রশংসা করেন। প্রশংসা করেন প্রথম আলো পত্রিকার প্রতিটি শব্দ ও বাক্যকে।
শীর্ষ পত্রিকা প্রথম আলো বরাবরের মতো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে পথ চলার ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সে লক্ষ্যে প্রথম আলো পরিবারকে আরো সজাগ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।