ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
আজ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী স্থানীয় খাদ্য ব্যাবসায়ী হল রুমে বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা জাসদের সভাপতি মিজানূর রহমানের সভাপতিত্বে পালিত হয়েছে ।
এ উপলক্ষে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হকের সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু , বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় জাসদ নেতা রতন সরকার, সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন ।
অন্যদের মধ্য থেকে মধ্য থেকে জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্না, জাসদ নেতা মোখলেছুর রহমান লাল চাঁন, সেলিম সহ আরো অনেকেই।
বক্তারা সুশাসন বাস্তবায়নে ঘোষ দূর্নীতি প্রতিরোধে সন্ত্রাস দমনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার উপর জোরালো বক্তব্য রাখেন । উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির জাসদ সদস্যরা দলের জন্ম দিনে অংশ গ্রহণ করেন ।