পটুয়াখালীতে জাটকা ইলিশ জব্দ
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
পটুয়াখালীর মহিপুর থেকে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা । শনিবার (৬ অক্টোবর) রাত দশটায় শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
কোষ্টগার্ড জানায়, রাত নয়টার দিকে ইলিশ ভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মন জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় গরীব মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোষ্টগার্ডের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকেবে।
উল্লেখ্য ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।