রাবির আবাসিক হলে স্বল্পমূল্যে মানসম্মত খাবারের দাবি
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে মানসম্মত খাবারের দাবিতে বিক্ষোভ করেছে চারটি বাম ছাত্র সংগঠন। রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এছাড়া হলে ছাত্রলীগের দখলদারি, আবাসন সংকট নিরসন ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, করোনার এই দীর্ঘ সময়ে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন শেষ করে হলের সিট বাতিল করে চলে গেছেন। ফলে অনেক সিট ফাঁকা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে সিটগুলো আজ ছাত্রলীগের দখলে। তারা একেকটা সিট ৪ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করে সিট বাণিজ্য চালাচ্ছে। আমরা এ ব্যাপারে বিশ^বিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিও জানান তারা। কর্মসূচিতে সংগঠনগুলোর ১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।