দেশ ব্যাপী লোগো কনটেস্টে প্রথম: সম্মাননা স্মারক পেল আইবিএফবি
এম.এস রিয়াদ, (বরগুনা)
দেশব্যাপী রক্তদান সংগঠনের লোগো কনটেস্টে প্রথম স্থান অর্জন করেছে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
গত ২২ অক্টোবর বরিশাল বিএম কলেজ মঞ্চ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনির'র হাতে বিজয়ী পুরস্কার হিসাবে সম্মাননা স্মারক তুলে দেন লোগো কনটেস্ট আয়োজক সংস্থা বরিশাল ব্লাড ডোনার্স এসোসিয়েশন।
ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন- দেশ ব্যাপী ৯০ টি সংগঠনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। এ অর্জন শুধু আমি কিংবা ফাউন্ডেশনের সদস্যদের নয়, বরং ফাউন্ডেশনের জন্মস্থান গোটা বরগুনাবাসীর।
যাদের অক্লান্ত পরিশ্রমে বিজয় অর্জন করেছে ইসলামী ব্লাড ফাউন্ডেশন; সেই সকল উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিগত তিন বছরের সুনাম সারা জীবন ধরে রাখতে দেশবাসীর কাছে সংগঠনের জন্য দোয়া চান তিনি। রক্তের বদলে রক্ত নয়, বরং প্রতিটি মানুষ এগিয়ে আসবে এমন মহৎ কাজের উদ্দেশ্যে, এমনটাই প্রত্যাশা এই ফাউন্ডেশনের।
উল্লেখ্য, গত ১-৩ অক্টোবর বরিশাল ব্লাড ডোনার্স এসোসিয়েশন দেশব্যাপী রক্তদান সংগঠনের মধ্যে লোগো কনটেস্টের আয়োজন করে। এতে দেশের ৯০টি রক্তদান সংগঠন অংশ নেন।