পাবনায় ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলালীগ নেত্রীর মৃত্যু
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনায় রেলব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দুপুর ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার রাতে রাজশাহীর একটি হাসপাতালে তার মৃতু হয়। জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ব্রিজের ওপর থেকে ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। নিহত মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের মকসেদ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে গত ১৯ সেপ্টেম্বর ভাঙ্গুড়া এলাকায় বেড়াতে যান মিতু। তিনি দিলপাশার রেল ব্রিজের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার গুরুতর হওয়ায় রাজশাহীর স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, গত ১৯ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মিতু ট্রেনর ধাক্কান আহত হয়েছিলে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। রবিবার দুপুর ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোনের, পাবনা পৌরসভার মেয়র শরিফ প্রধানসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জানান।