শালিকা ধর্ষণ মামলার পলাতক আসামী দুলাভাই গ্রেফতার
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরী ধর্ষন মামলার পলাতক আসামী মুলহাস মিয়া’কে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুত্রে জানা যায়, গত ১২সেপ্টেম্বর রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকিফান্দা গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে তারই খালাত ভগ্নিপতি মুলহাস মিয়া(৩৫)কৌশলে ডেকে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে ধর্ষিতার ভাই বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যানত দমন আইনে মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর নোয়াগাঁও এলাকায় বিভিন্ন আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টার আব্দুল করিম জানান, ঘটনার পরবর্তিতে মুলহাস পলাতক থাকায় তাকে নানা অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।