আনোয়ারায় বৈদ্যুতিক আগুনে বসতবাড়ি ভস্মীভূত
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে দুই বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের নুরুল হকের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। এসময় নুরুল আলম এবং মানিক নামের দু'জনের বসতবাড়ি পুড়ে যায়।
প্রতেক্ষদর্শী সাখাওয়াত কবির বলেন, সন্ধার দিকে মানিকের ঘরে আগুন লাগে পরবর্তীতে তা কবিরের ঘরে পৌঁছে যায়। স্থানীয় লোকজনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের লোকজন আসে।
এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন,পরৈকোড়া ইউনিয়নে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে যায়। এই ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।