নাটোরে দু্ই শতাধিক কমিউনিটি ক্লিনিকে চলছে টিকাদান কার্যক্রম
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে দুই শতাধিক কমিউনিটি ক্লিনিকে আজ রবিবার থেকে শুরু হয়েছে করোনার টিকা প্রদান। সকাল থেকে শুরু হয় এই টিকা কার্যক্রম। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রথম দিনে টিকা নিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেই টিকা নিচ্ছেন সাধারণ মানুষ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মোট ২০২টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা প্রদান করা হচ্ছে। সপ্তাহে প্রতিটি কমিউনিটি ক্লিনিক ৫০০জন মানুষকে টিকা প্রয়োগ করবেন। এতে করে সাধারণ মানুষ কোন রকম ভোগান্তি ছাড়াই টিকা গ্রহণ করতে পারছে।