শিরোনাম

South east bank ad

নৌকার উপর সন্তান প্রসবকারী সেই মায়ের পাশে প্রশাসন, পাবেন নতুন ঘর

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মিম জামান, (সাতক্ষীরা) :

সাতক্ষীরায় আশাশুনিতে নৌকার উপর সন্তান প্রসবকারী সেই মায়ের পাশে মানবিক সেবা নিয়ে হাজির হয়েছে প্রশাসন।

আশাশুনি ও শ্যামনগরের মিলনস্থল বন্যতলা এলাকায় নৌকার উপর বসবাসকারী ইয়াকুব আলীর সাত সদস্যের পরিবার।

৩ নভেম্বর সেই নৌকার উপর সন্তান প্রসব করেন ইয়াকুবের স্ত্রী মিনারা খাতুন। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসাইন খান নবজাতক ও মায়ের জন্য উপহার ও আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসাইন খান বলেন, ইয়াকুব আলীর পরিবারটি বাস্তুহারা। পরিবারে একটি সন্তান এসেছে গত বুধবার। নৌকার ভিতরে সন্তান প্রসব করেন মা মিনারা খাতুন। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মানবিক নির্দেশনায় আমরা সেখানে উপস্থিত হই। ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তাও উপস্থিত ছিলেন। পরিবারটিকে ১ মাসের খাদ্যসামগ্রী ও ১০ হাজার টাকা প্রদান করা হয়। তাদের বসবাসের জন্য ঘর প্রদানের ব্যবস্থা চলছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ করেছি নবজাতকের জন্য উপযুক্ত সেবাকর্মী পাঠাতে। নবজাতক, তার দুই বোন ও পরিবারটি ভালো থাকুক-এই কামনা করি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: