তালায় ধান ক্ষেতে ধানপোড়া ঔষধ প্রয়োগে ব্যাপক ক্ষতি
মিম জামান, (সাতক্ষীরা) :
সাতক্ষীরার তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত দবির আলির ছেলে আজিজ খোকন মোড়লের লীজ নেওয়া দুই বিঘা জমির ধানপোড়া ঔষধ দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আফসার শেখের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ খোকন লাল্টুর নিকট থেকে বছরে বিঘা প্রতি ১৬ হাজার টাকা হারি দরে দুই বিঘা (৩৩ শতকের হিসেবে ৩ বিঘা) জমি হারি নিয়ে ধান চাষ করে। আর অল্প কিছু দিন গেলেই ধান কেটে ঘরে নিয়ে আসতো। ঠিক তার আগ মুহূর্তে মৃত মফেজ শেখের ছেলের আফসার শেষ পূর্ব শত্রুতার জেরে পোড়া ঔষধ দিয়ে ধানগুলো সব নষ্ট করে দেয়। তার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আজিজ খোকন বলেন, এই জমি আমার আগে আফসার শেষ লাল্টুর নিকট থেকে লীজ নিয়ে চাষ করতো কিন্তু সারির টাকা ঠিক মত না দেওয়ায় জমির মালিক জমিটি আমার কাছে লীজ দেয়। তার কারণে ঈষানীত হয়ে পোড়া ঔষধ দিয়ে আমার ধানগুলো পুড়িয়ে দেছে। তিনি আরো বলেন, আমার দুই বেলা ঠিক মতো খাওয়া হয় না। অনেক কষ্টে ঋণ দিনা করে জমিতে ধান চাষ করে ছিলাম। এখন আমি একেবারে পথে বসে গেছি। এখন আমার ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।