শিরোনাম

South east bank ad

টি-টোয়েন্টি দলে পরিবর্তন আসছে

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে একটি ঝড় আসবে এটি অনুমেয় ছিল। অবশ্য তেমন ঝড় না এলেও পরিবর্তন কিছু আসছে।

বিশেষ সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ রিয়াদই টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক থাকবেন। তামিম ইকবালকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে বলা হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। তামিম টি-টোয়েন্টি ক্রিকেট ফিরছেন। খালেদ মাহমুদ সুজন হচ্ছেন টিম ডিরেক্টর। অস্ট্রেলিয়ায় ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সমীহ করার মতো দল হতে চান টাইগাররা।

এদিকে পাকিস্তান সিরিজের আগে ২-৩ জন ক্রিকেটার জায়গা হারাতে পারেন। সৌম্য সরকার ও লিটন দাসের ব্যাপারে গুঞ্জন রয়েছে। এ সিরিজে তরুণদের দেখা যেতে পারে। শান্ত, ইমন, রাব্বি, সাইফ ও ইরফানরা যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। এ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার চোট রয়েছে। তবে তিনি দুই টেস্টের সিরিজে ফিরতে পারেন।

পেসার তাসকিন আহমেদকে তিনটি ফরম্যাটেই বিবেচনা করা হবে আগামীতে। ফলে তিনি টি-টোয়েন্টি খেলবেন পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশের কোচিংয়ে কোনো পরিবর্তন আসছে না। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকছেন। সম্ভবত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই কোচ থাকছেন। ফিল্ডিং কোচেরও কোনো পরিবর্তন আসছে না। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দল আবার নতুন আশা নিয়ে শুরু করতে যাচ্ছে সব কিছু। আবার এক বুক আশা নিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। এবার মিশন ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ওমানের মাসকটে স্কটল্যান্ডকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা করে বাংলাদেশ। সে ম্যাচে হেরে যান টাইগাররা। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠে। সেখানে ৫ ম্যাচেই হারে। শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে যান তারা। শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটিতে একটু যা প্রতিযোগিতা হয়। আর অন্য তিন ম্যাচে উড়ে যায় বাংলাদেশ। এখন নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: