কালকিনিতে এমপি গোলাপকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাবাসীর মানববন্ধন
আরাফাত হাসান, (মাদারীপুর):
কেন্দ্রীয় আ.লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপকে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে রমজানপুর আ.লীগ-স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার সন্ধ্যায় রমজানপুর কলেজের সামনের সড়কে এ কর্মসুচি পালন করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় এমপি আবদুস সোবহান গোলাপকে তার নির্বাচনী এলাকায় হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কুচক্রি মহল সংবাদ কর্মীদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করাচ্ছে। এ অপপ্রচারের প্রতিবাদে রমজানপুর ইউপি আ.লীগ ও এলাকাবাসীর উদ্যােগে বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রমজানপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বিএম ইব্রাহিম মিল্টন, রমজানপুর ইউপি আ.লীগের সভাপতি নুরুল হক রাড়ী, সাধারণ সম্পাদক দুলাল বেপারী, সাবেক চেয়ারম্যান রতনপাইক ও ইউপি সদস্য প্রার্থী আলমাস পাইক।
রমজানপুর ইউপি আ.লীগের সভাপতি নুরল হক রাড়ী বক্তব্যকালে বলেন, মাননীয় এমপি গোলাপ ভাইয়ের বিরুদ্ধে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রের আশ্রায় নিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমপির সুনামহানি করার জন্য তারা এ অপপ্রচার করছে বলে প্রতিবাদ জানান।