আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা জেলা ও মহানগর শাখার সম্মেলন
শেখ হেদায়েতুল্লাহ, (খুলনা) :
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এম এ নাসিমকে মহানগর সভাপতি এবং আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া শেখ মো. আবু হানিফকে জেলা সভাপতি এবং আজিজুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় পর্ব শেষে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে দুপুরে মহানগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সন্মানিত অতিথি ছিলেন খুলনা-২ আসনের এমপি শেখ সালাউদ্দিন জুয়েল।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, করোনার সময় যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন স্বেচ্ছাসেবকদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ ঘুরে দাঁড়িয়েছে।
অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য আমিরুল আলম মিলন, আক্তারুজ্জামান বাবু এমপি ও আব্দুস সালাম মুর্শেদী এমপি , বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল উদ্দিন প্রমূখ।