ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের উদ্যোগে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
পর্যটন নগরী বান্দরবান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বান্দরবান ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ক্যাম্পেইন’ পরিচালনা করা হয়েছে। “সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এই শ্লোগানে শনিবার (৬ নভেম্বর) সকালে বান্দরবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী শহরের ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, বালাঘাটা বাজার, চৌধুরী মার্কেট, রাজার মাঠ এলাকাসহ বিভিন্নস্থানে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালায়।
অভিযানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সিরাজুল ইসলাম উকিলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।