করোনায় মৃত্যুবরণকারী রাকাব’র ১০ পরিবারকে পৌনে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ১০ কর্মকর্তা-কর্মচারিকে ৪ কোটি ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন- ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন।
রাকাব’র মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান। এসময় ব্যাংকটি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। শনিবার বিকালে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মো. জামিল এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।