বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুর্ঘটনায় নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার আদমদীঘির মুরইলের আলোচিত কলেজ ছাত্রী শিরিন আক্তার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেনগুপ্ত ঘোষ (৩৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির ডালম্বা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যান তিনি।
নিহত সেনগুপ্ত আদমদীঘি উপজেলা কুসুম্বী গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।
তিনি ওই হত্যা মামলায় উচ্চ আদালত কর্তৃক জামিনে মুক্ত ছিলেন। এ মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামী সোহেল ইবনে করিম এখনও পলাতক রয়েছেন।
জানা যায়, আদমদীঘির মুরইল ডুমুরি গ্রামের আজিজার রহমানের মেয়ে কলেজ ছাত্রী শিরিন আক্তারকে ২০১২ সালের ১৩ ডিসেম্বর পায়ের রগ কেটে হত্যা মামলার ২নং আসামী ছিল সেনগুপ্ত ঘোষ। ওই মামলায় ২০১৬ সালে রাজশাহী বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রধান আসামী সোহেল ইবনে করিমকে ফাঁসি ও সেনগুপ্তকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এরপর সেনগুপ্ত ঘোষ উচ্চ আদালত কর্তৃক জামিনে মুক্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে সেনগুপ্ত সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি ফেরার পথে বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির অদুরে ডালম্বা নামক স্থানে তার মোটরসাইকেলের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। তাকে প্রথমে আদমদীঘি ও পরে ঢাকা হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠানো হয়েছে।