রাজবাড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কাজী ইরাদত আলীকে সংবর্ধনা
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগে পুনরায় সাধারণ সম্পাদকর নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জননেতা কাজী ইরাদত আলীকে সংবর্ধনা দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখা।
৫ই নভেম্বর সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যপক গোলাম মোস্তফা রন্টু চৌধুরী, আবুলতাবুল শিশু সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল আজম মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যাপক সংকর সিনহা প্রমুখ।।
২২টি সংস্কৃতিক সংগঠনের নেতা ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।