শিরোনাম

South east bank ad

বরগুনায় আজ থেকে লঞ্চ চলাচলও বন্ধ হতে পারে

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

জ্বালানি তেলের দাম বাড়ায় সারাদেশে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল। কিন্তু শুক্রবার লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও আজ শনিবার বন্ধ হয়ে যেতে পারে সকল রুটে লঞ্চ চলাচল।

বরগুনায় গতকাল শুক্রবার বিকেলে নির্ধারিত সময় ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। শনিবার ( ৬ নভেম্বর) দুপুরের মধ্যে সরকার লঞ্চ মালিক সমিতির প্রস্তাবনা মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে লঞ্চ চলাচলও। শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।

এ বিষয়ে এম.কে শিপিং লাইন্সের বরগুনা এরিয়া ম্যানেজার এনায়েত হোসেন বলেন- লঞ্চ চলাচল বন্ধ থাকবে কিনা শনিবার লঞ্চ মালিকপক্ষ ও সরকারের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত হবে।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন- লঞ্চ চলাচল অসম্ভব হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ ‍আর স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। সবকিছু মিলিয়ে আমরা শনিবার দুপুরে শতভাগ বৃদ্ধির লিখিত প্রস্তাব করব।

বরগুনা নদী বন্দর (বিআইডব্লিউটিএ)'র পোর্ট কর্মকর্তা মামুন অর রশিদ বলেন- শনিবার দুপুরের বৈঠকে লঞ্চ মালিক পক্ষের দাবি সরকার না মেনে নিলে সারাদেশের ন্যায় বরগুনায় লঞ্চ চলাচল বন্ধ থাকতে পারে।

অন্যদিকে- বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন- ডিজেলে প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু বাস মালিকরা যদি ৫ টাকাও ভাড়া বাড়ায় যাত্রীরা আন্দোলনে নেমে যেতে সময় নিবে না। আগামী রোববার (৭ নভেম্বর) পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গতকাল বুধবার (৩ নভেম্বর) রাত ১০টা থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তেলবাহী যান ও জনসাধারণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: