জামালপুর র্যাব ১৪ কর্তৃক দুই মাদক ব্যাবসায়ী আটক
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বেলটিয়া গ্রামস্থ বেলটিয়া বাজার সংলগ্ন জুলেখা সেন্ট্রাল স্কুলের গেইটের দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী -জামালপুর সদর উপজেলা পলিশা গ্রামের নজরুল ইসলাম ছেলে রবিন আহম্মদ (২৩), বেলটিয়া গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ জিপু (৩৪) নিকট হইতে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।