রংপুরে মাদক কারবারি গ্রেফতার
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুর নগরীর মর্ডান মোড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার(৫ অক্টোবর) দুপুরে নগরীর আরপিএমপি তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ মর্ডান মোড় হতে দর্শনা মোড় গামী ট্রাস্ট ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুর রহমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের আবুল হাসেমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ মর্ডান মোড় হতে দর্শনা মোড় গামী ট্রাস্ট ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় মাদক দ্রব্য গাঁজা বিক্রয় সময় আব্দুর রহমান আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে এক কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান ও পলাতক আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।