শিরোনাম

South east bank ad

রংপুরে করোনা সংক্রমণ রোধে কিশোর-কিশোরীদের সাইকেল র‌্যালি

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

“সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলুন, কোভিড-১৯ ভ্যাকসিন নিন এবং করোনায় ক্ষতিগ্রস্থ শিশু ও পরিবারগুলোর পাশে দাঁড়ান” ব্যানারে এ প্রত্যাশা ও দাবীকে সামনে

রেখে মহানগরীতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫ অক্টোবর) দুপুরে শিশু-কিশোর-কিশোরীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজের স্বপ্ন জয়’ ইউনিসেফ ব্যবস্থাপনায় এবং রংপুর সিটি কর্পোরেশনের সহায়তায় মহানগরীতে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি নগরীর টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

রংপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সবুজের স্বপ্ন জয়ের অর্ধ শতাধিক কিশোর কিশোরী সাইক্লিস্টরা প্ল্যাকার্ডে ‘কোভিড-১৯ ভ্যাকসিন নিজে নিন, অন্যকেও নিতে বলুন’, ‘মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে যেন এক অন্যের পাশে থাকি’, ‘শিশুদের জন্য বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত জীবন নিশ্চিত করুন’, ‘দেশের সর্বত্র শিশু বান্ধব পরিবেশ ও সেবা নিশ্চিত করুন’, ‘শিশু-কিশোর কিশোরীদের জন্য সহিংসতা-নিপীড়নমুক্ত ও বৈষম্যহীন জীবন চাই’ এবং ‘সংক্রমণ কমছে তবুও সাস্থ্যবিধি মেনে চলুন’ বার্তা নিয়ে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করেন।

রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালির শুভ উদ্বোধন করেন।

এ সময় র‌্যালি উদ্বোধনকালে কিশোর-কিশোরী প্রতিনিধি আল আমিন, মুনইম, ঋত্বিক ও সানজুম তকরোনা মহামারিতে ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা, নিরাপদ ও সংক্রমণমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা এবং করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করার সম্মিলিত উদ্যোগ নেয়ার আহবান জানান। কর্মসূচীতে আরাজী হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বাবলুর রশিদ, রংপুর মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজের শিক্ষকরা শেদুল টিপু, সবুজের স্বপ্ন জয় সংগঠনের কিশোর কিশোরী সদস্যদের করোনা সংক্রমণের শুরু থেকে নেয়া জনসচেতনতামূলক কর্মসূচীর প্রশংসা করেন। সেই সাথে উন্নয়ন কর্মসূচীতে শিশু-কিশোর-কিশোরীদের মতামতের প্রতিফলন নিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি সংস্থাকে আহবান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: