শিরোনাম

South east bank ad

আটোয়ারীর প্রাণকেন্দ্রে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মাসুদ রানা, (আটোয়ারী) :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজার সহ গুরুত্বপুর্ণ স্থানের জলাবদ্ধতা নিরসনে প্রায় এক কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নন মিউনিসিপ্যাল প্রজেক্টের আওতায় এলজিইডি’র বাস্তবায়নে শুক্রবার (৫ নভেম্বর) সকালে ড্রেনেজ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, এলজিইডি’র সহকারী উপজেলা প্রকৌশলী আজমল হক খান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কমলেশ ট্রেডার্সের সত্বাধিকারী ও বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, সাবেক ইউপি সদস্য সফিউল আলম (পুতুল), বিশিষ্ট ব্যবসায়ী তাছাফুর রহমান (বাচ্চু) প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে ফকিরগঞ্জ বাজারে জলাবদ্ধতার কারণে ক্রেতা-বিক্রেতা সহ পথচারী জনগণ ভোগান্তি পোহাচ্ছে। আজ ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন হলো। আশা করি দ্রুতই ভোগান্তি দুর হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: