শিরোনাম

South east bank ad

বরিশালে পরিবহন ধর্মঘটে ১০ টাকার ভাড়া ৫০ টাকা

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে বরিশালে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার সকাল থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে। বাসের অপেক্ষায় তারা দীর্ঘসময় অপেক্ষা করছেন। কেউ কেউ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি-হুইলার যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালে যাত্রীদের সংখ্য আরও বাড়তে থাকে।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালু বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তেলের দাম কমানো বা পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার বা ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। দাবি না মানায় শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নথুল্লাবাদ থেকে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল শহরের কাশিপুর এলাকার ইমতিয়ার আহম্মেদ বলেন, চাকরির খোঁজে তিনি ঢাকায় থাকেন। বিসিএস পরীক্ষায় অংশ নিতে বরিশালে এসেছিলেন তিনি। শুক্রবার বিকেল ৩টায় ঢাকায় একটি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা তার। কিন্তু সকালে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শোনেন বাস বন্ধ। তাই ঝুকি নিয়ে বিকল্প পথে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন তিনি।

বাস বন্ধ থাকার সুযোগে স্বল্প দূরত্বে ভাড়া বাড়িয়ে দিয়েছেন ছোট যানের চালকরা। যাত্রীদের অভিযোগ, অটোরিকশা চালকরা ১০ টাকার ভাড়া ৫০ টাকা চাচ্ছেন। বাধ্য হয়েই তাদের চাপিয়ে দেওয়া বর্ধিত ভাড়ায় যেতে হচ্ছে বলে জানান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখতে আসা বানারীপাড়ার বাসিন্দা মাওলাদা মোতাহার উদ্দিন। অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা স্বীকার করেন অটোরিকশা চালক হারুন ব্যাপারি। তিনি বলেন, বাস শ্রমিকরা আমাদের বাধা দেয়। কখনও কখনও লাঠি নিয়ে ধাওয়া করে। তাই ঝুকি নিয়ে আমাদের চলতে হওয়ায় দুই-চার টাকা বেশি নিই।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী শুক্রবার ভোর ছয়টা থেকে বরিশাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এর আগে বিভিন্ন সময় জ্বালানী তেলের দাম বৃদ্ধির আগে পরিবহন ভাড়া পুনঃনির্ধারণ হতো। এবার জ্বালানী তেলের দাম বাড়ানোর আগে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়নি। বরিশাল বাস মালিক সমিতির আওতাধীন সড়কের তিনটি সেতুতে ১০ হাজার টাকার টোল রয়েছে। এ অবস্থায় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা দাম বাড়িয়ে পরিবহন খাতকে ঝুঁকিতে ফেলা হয়েছে।

এদিকে বরিশালে বন্ধ রয়েছে ট্রাক চলাচলও। বরিশাল ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, ডিজেলের দাম না কমানো পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। বিকেলে তাদের বিক্ষোভ কর্মসূচি করছেন বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: