নেত্রকোনায় কবি নির্মলেন্দু গুণের নামে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
ফেসবুকে কবি নির্মলেন্দু গুণের নামে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কবির নিজ জেলা নেত্রকোনায়।
আজ দুপুর ২টায় বারহাট্টা উপজেলা প্রধান সড়কের সামনে উপজেলাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কবিপ্রেমী বিভিন্ন শ্রেণির শত শত মানুষ কবির বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেয় তারা।
বক্তারা আরো বলেন, অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এসব অপপ্রচার বন্ধ না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।