শিরোনাম

South east bank ad

গাবতলীতে ছেলের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার গাবতলী উপজেলায় ঘর তোলাকে কেন্দ্র করে বাবা-ছেলের বাগ্ববিতন্ডা ও হাতাহাতির একপর্যায়ে পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি দহপাড়া গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে তারাজুল ইসলাম (৫৫) ছেলের কাছ থেকে আলাদা থাকতে বসতভিটাতেই ঘর নির্মাণ করছিলেন। কিন্তু তার ছেলে টুকু মিয়া (৩২) তাকে বাধা দেন। তারাজুলের বোন তারা বানু (৫৮) তার ভাতিজা টুকুর পক্ষ নেন। বাবা-ছেলের বাগ্ বিতন্ডার একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়। ওই সময় তারাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে আশে পাশের লোকজন বাড়িতে ভিড় জমায়। খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, পিতা-পুত্রের মধ্যে বাগ্ বিতন্ডার এক পর্যায়ে পিতার আকষ্মিক মৃত্যু হয়। ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: