বরগুনায় সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও চলছে নৌযান
এম.এস রিয়াদ, (বরগুনা) :
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বরগুনার সকল রুটে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। শুক্রবার সকাল থেকে যাত্রীবাহী সকল ধরনের যান বন্ধ থাকায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বরগুনার টাউন হল সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে বাস গাড়ি পার্কিং অবস্থায় রয়েছে। দূর থেকে আসা ধর্মঘটের কারণে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বাস টার্মিনালগুলোতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডিজেল ও কেরোসিন দিয়ে চলে এমন সকল গাড়ি আটকে দেয়া হয়েছে।
অন্যদিকে- নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের আনাগোনা। প্রতিদিনের মত আজও বিকেল চারটায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে শাহরুখ-২ লঞ্চটি ছেড়ে যাবে।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, সরকার বাস মালিক শ্রমিকদের কথা চিন্তা না করেই ডিজেলে প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে।
কিন্তু বাস মালিকরা যদি ৫ টাকাও ভাড়া বাড়ান তাহলে সেটা ফলাও করে প্রচার হয়। যাত্রীরা আন্দোলনেও নামেন।
তিনি আরও বলেন- বাস চালাতে গেলে রাস্তার খরচ, ড্রাইভার-হেলপার বেতনসহ বিভিন্ন খাতে ব্যাটক পরিমাণ খরচ হয়ে থাকে। এরমধ্যে তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি। জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে না আনলে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে বুধবার রাত থেকে লিটারে ১৫ টাকা করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। ফলে জ্বালানি তেলের নতুন দাম হচ্ছে লিটার প্রতি ৮০ টাকা। যা এতদিন ৬৫ টাকা ছিল।