জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সন্ধা থেকে রাত এগারটা পযর্ন্ত শিল্পীরা গান গেয়ে পুলিশ সুপারসহ জেলা পুলিশকে আনন্দ উতসাহিত করেন। গান গেয়ে শিল্পীরা মঞ্জ কাপিয়ে তুলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার্স মেস প্রঙ্গণে জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। এ সময় পৌর মেয়র ছানোয়ার হোসেন, সাবেক মেয়র সাকাওয়াতুল জামান মনি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা ও প্রতিটি থানার ওসি এ এসপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও পুলিশের এস আই আতিকুর রহমানকে সম্মাননা পদক প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শিল্পী নোলক বাবু ও জামালপুরের বিখ্যাত শিল্পী ফরিদা পারভীন । পুলিশের মধ্যে অনেক শিল্পী গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক তানভীর আজাদ হীরা ।