শিরোনাম

South east bank ad

রংপুরে নতুন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর যোগদান

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরী রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকালে রংপুরে যোগদান করেন।

নবাগত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের সঙ্গে সাক্ষাত করেন। এসময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য নতুন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এরআগে বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার আট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল ও সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন পুলিশ সুপারকে বরণ করেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক সংবাদ প্রজ্ঞাপনে বিপ্লব কুমার সরকারসহ পুলিশ সুপার পদমর্যাদার সাতজনকে বদলি করার তথ্য জানানো হয়। রংপুরে নতুন পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরীকে বদলি করা হয়। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে রয়েছেন সদ্য বিদায়ী পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: