অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামের "অর্গানিক পোল্ট্রি" পরিদর্শন
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, আজ (০৪ নভেম্বর) শিল্পাঞ্চল পুলিশ-১,ঢাকা এর আওতাধীন বিরুলিয়া, সভারে অবস্থিত "কৃষিবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং" ও "অর্গানিক পোল্ট্রি" পরিদর্শন করেন।
ফ্যাক্টরী কর্তৃপক্ষ ফ্যাক্টরীর উৎপাদন ব্যবস্থা, পণ্যের গুণগত মান নিশ্চিত করার পদ্ধতিসহ শ্রমিকদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় মহোদয়ের সামনে উপস্থাপন করেন।
এসময় অতিরিক্ত আইজিপি অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান। এছাড়াও তিনি বলেন, শিল্পাঞ্চল পুলিশ শিল্প, কল-কারখানার উৎপাদনের নিরাপদ পরিবেশ সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকা এর পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সহ অত্র ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।